Ajker Patrika

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল ও সম্পাদক সিরাজ

সিলেট প্রতিনিধি
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল ও সম্পাদক সিরাজ

সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার নগরের সুবিদবাজারে প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচনের ভোট হয়। ওই দিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন। 

সহসভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ এবং বাপ্পা ঘোষ চৌধুরী। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম। কোষাধ্যক্ষ এনটিভির আনিস রহমান। ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন কবির আহমদ। 

সদস্য নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল আলম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত