Ajker Patrika

সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে: মামুনুল হক

কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রতিনিধি
আদিতমারীতে খেলাফত মজলিসের সমাবেশে মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা
আদিতমারীতে খেলাফত মজলিসের সমাবেশে মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সমালোচনা করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’

আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ও সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের অ্যাজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে।

যদি মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়, তাহলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাজনৈতিক সরকার এ সিদ্ধান্ত নেবে। তিন দিনের অস্থায়ী মেহমান সরকার এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। সব রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

খেলাফত মজলিসের আমির বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার অ্যাজেন্ডা আমাদের জানা আছে। তারা পৃথিবীর দেশে দেশে নির্লজ্জ অশালীন, মানবাধিকারের নামে সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত দেওয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয়, তাহলে গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে।’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি। আমাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা যুদ্ধ হলেও স্বাধীনতার পর তিনি চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তিনি দেশে না ফিরে গেলেন দিল্লিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের মুজিব কোটে একটি চিরকুট ভরে দিলেন। সেই চিরকুটের মাধ্যমে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য। বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তিনি হত্যা করলেন।’

মামুনুল হক বলেন, ‘১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১ সালে আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি। কিন্তু আমাদের বিজয়কে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি গত ১৫ বছর বাকশালি ফ্যাসিবাদের নতুন রূপ, নতুন আওয়ামী জাহিলিয়াত। লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা তাঁর জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছেন। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এ দেশের মানুষের ভাগ্য ও দেশের অর্থনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে। গুম, খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্য হয়েছিল বাংলাদেশ।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের নেতা বলেন, ‘আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এ দেশের মানুষ আপনাদের অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। মানুষের ধসে পড়া অর্থনৈতিক ভিত নতুন করে গঠন করুন। বিগত রেজিনের পাচার করা লাখ লাখ ডলার ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করার চেষ্টা করুন। বিগত দিনের অ্যাজেন্ডা বাতিল করুন। বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে, পারে সেই অ্যাজেন্ডা বাস্তবায়ন করুন।’

কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও জেলা নেতারা ছাড়াও বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

আর আদিতমারী সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলনা ইব্রাহীম খলিল, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত