নীলফামারী প্রতিনিধি
তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ দেওয়া বন্ধ রয়েছে। বিধ্বস্ত স্থানে মাটি ও জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ চলছে।
কালীতলা ভাট্টাতলি গ্রামের কৃষক ইউনুছ আলী (৪৫) বলেন, কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে ক্যানেলের সেচের পানির চাহিদা বেড়েছে। ওই পানি দিয়ে কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় সেচ খালে পানি বেড়ে যায়। ইঁদুরের গর্তের কারণে সেচ খালে বাঁধে ফাটল ছিল। আজ সকালে পানির চাপে ওই ফাটলের স্থান ভেঙে আবাদি জমি প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার প্রায় ৩০ একর রোপা আমনখেত তলিয়ে যায়।
অন্য কৃষক মোজাম্মেল আলী (৫০) বলেন, ‘আমার ৫ বিঘা জমির রোপা আমনখেত পানিতে তলিয়ে গেছে। এলাকার অনেক কৃষক আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ করতে হবে।’
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। ধারণা করা হচ্ছে, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির ওপর চাপ পড়ে। এতে ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফুট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিও ব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মাধ্যমে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে তিস্তা সেচ প্রকল্পের খরিপ-২ মৌসুমি আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টরে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার, রংপুর জেলায় ১৪ হাজার এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।
তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ দেওয়া বন্ধ রয়েছে। বিধ্বস্ত স্থানে মাটি ও জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ চলছে।
কালীতলা ভাট্টাতলি গ্রামের কৃষক ইউনুছ আলী (৪৫) বলেন, কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে ক্যানেলের সেচের পানির চাহিদা বেড়েছে। ওই পানি দিয়ে কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় সেচ খালে পানি বেড়ে যায়। ইঁদুরের গর্তের কারণে সেচ খালে বাঁধে ফাটল ছিল। আজ সকালে পানির চাপে ওই ফাটলের স্থান ভেঙে আবাদি জমি প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার প্রায় ৩০ একর রোপা আমনখেত তলিয়ে যায়।
অন্য কৃষক মোজাম্মেল আলী (৫০) বলেন, ‘আমার ৫ বিঘা জমির রোপা আমনখেত পানিতে তলিয়ে গেছে। এলাকার অনেক কৃষক আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ করতে হবে।’
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। ধারণা করা হচ্ছে, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির ওপর চাপ পড়ে। এতে ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফুট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিও ব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মাধ্যমে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে তিস্তা সেচ প্রকল্পের খরিপ-২ মৌসুমি আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টরে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার, রংপুর জেলায় ১৪ হাজার এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
২ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২ ঘণ্টা আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
২ ঘণ্টা আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩ ঘণ্টা আগে