Ajker Patrika

নীলফামারীতে সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে ৩০ একর জমির আমন চারা নষ্ট

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে সেচ খালের বাঁধ ভেঙে ৩০ একর আমনখেত তলিয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীতে সেচ খালের বাঁধ ভেঙে ৩০ একর আমনখেত তলিয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাঁধ ভেঙে পানি ঢুকে নীলফামারীতে ৩০ একর জমির আমন ধান চারা নষ্ট হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা সদরের কালীতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইসগেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ দেওয়া বন্ধ রয়েছে। বিধ্বস্ত স্থানে মাটি ও জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ চলছে।

কালীতলা ভাট্টাতলি গ্রামের কৃষক ইউনুছ আলী (৪৫) বলেন, কয়েকদিন ধরে অনাবৃষ্টির কারণে কৃষকদের মধ্যে ক্যানেলের সেচের পানির চাহিদা বেড়েছে। ওই পানি দিয়ে কৃষকেরা আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। গতকাল শনিবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় সেচ খালে পানি বেড়ে যায়। ইঁদুরের গর্তের কারণে সেচ খালে বাঁধে ফাটল ছিল। আজ সকালে পানির চাপে ওই ফাটলের স্থান ভেঙে আবাদি জমি প্লাবিত হয়ে পড়ে। এতে এলাকার প্রায় ৩০ একর রোপা আমনখেত তলিয়ে যায়।

অন্য কৃষক মোজাম্মেল আলী (৫০) বলেন, ‘আমার ৫ বিঘা জমির রোপা আমনখেত পানিতে তলিয়ে গেছে। এলাকার অনেক কৃষক আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ করতে হবে।’

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। ধারণা করা হচ্ছে, রাতে ভারী বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির ওপর চাপ পড়ে। এতে ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফুট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিও ব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’

উল্লেখ্য, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের মাধ্যমে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে তিস্তা সেচ প্রকল্পের খরিপ-২ মৌসুমি আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টরে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার, রংপুর জেলায় ১৪ হাজার এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত