Ajker Patrika

কামারখন্দে সাংবাদিককে হেনস্তা, মোবাইল ফোন কেড়ে নিয়ে মোছা হলো ভিডিও

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫: ৩৮
সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াত সমর্থকদের হাতে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন। এ সময় ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে রিজার্ভ করা হয়েছিল। অনেক সাধারণ যাত্রী বিষয়টি না জানায় ট্রেনে উঠতে গেলে বাধার মুখে পড়েন। এক দম্পতি ট্রেনে উঠলে জামায়াত সমর্থকেরা তাঁদের নামিয়ে দেন। বিষয়টি দেখে ওই দম্পতি প্রতিবাদ করেন। আমি সেটি ফোনে ধারণ করতে থাকি। তখন ট্রেন থেকে ৩০-৪০ জন জামায়াত সমর্থক নেমে এসে আমাকে ঘিরে ধরেন। তাঁরা ফোনের ভিডিও ডিলিট করতে বলেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁরা ফোনটি কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলে ফোনটি ফিরিয়ে দেন। যাওয়ার সময় কেউ কেউ বলেন, ‘ওরে নিয়ে চল, ভাব দেখানোর জায়গা পায় না’।

সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। কোনো সাংবাদিক ছবি তুললে বা ভিডিও করলেই তা ঠেকানোর অধিকার কারও নেই। আমি খোঁজ নিচ্ছি এবং কামারখন্দের আতাউর ভাইকে বিষয়টি জানাচ্ছি।’

এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি গতকাল ঢাকায় এসেছি। ফিরে গিয়ে বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত