Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বগুড়ার গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আমিনুল ইসলাম উপজেলার শালুকগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দাদি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রতিদিন ৫ম শ্রেণির ছয়জন ছাত্রীকে প্রাইভেট পড়ান। আজ সোমবার সকালে প্রাইভেট শেষে চারজন ছাত্রীকে ছুটি দিয়ে দুজন ছাত্রীকে অতিরিক্ত পড়ানোর কথা বলে রেখে দেন ওই শিক্ষক। 

এরপর ওই দুই শিক্ষার্থীকে অতিরিক্ত পড়াশোনা করার জন্য পুরস্কার স্বরূপ খিচুড়ি খাওয়াতে চান। এ জন্য একজন ছাত্রীকে টাকা দিয়ে কেনাকাটা করতে বাজারে পাঠিয়ে দেন। এ সুযোগে আমিনুল ভুক্তভোগী ছাত্রীকে যৌন হয়রানি করলে ছাত্রীটি তৎক্ষণাৎ চিৎকার করে বিদ্যালয় থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে যায়। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর অভিভাবকদের জানায়।

পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা প্রধান শিক্ষকসহ বিদ্যালয় ঘেরাও করেন। পরে বিদ্যালয়টির একজন সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। 

জানতে চাইলে গাবতলী উপজেলার ইউএনও রওনক জাহান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে আগামীকাল তিন সদস্যের তদন্ত কমিটি করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত