Ajker Patrika

স্বামীর বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
স্বামীর বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলী উপজেলার পুষ্প রানী (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী গ্রামে শ্বশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

এর আগে বিকেল ৫টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে পুষ্প আত্মহত্যা করে বলে জানা গেছে। 

পুষ্প কদমতলী গ্রামের পলাশ চন্দ্রের স্ত্রী। উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। 

এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পলাশ চন্দ্রের সঙ্গে পুষ্প রানীর বিয়ে হয়। সম্প্রতি তাদের দাম্পত্য কলহ চলছিল। আজ বিকেলে পুষ্পের শাশুড়ি ভানু রানী প্রতিবেশীর বাড়িতে যান। ওই সময় বাড়িতে পুষ্প একাই ছিল। প্রায় আধা ঘণ্টা পর ভানু বাড়ি ফিরে এসে পুত্রবধূকে ডাক দেন। কিন্তু পুষ্পের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তিনি ওই ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আড়ার সঙ্গে পুষ্প ঝুলছে। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন ভানু। স্থানীয়দের সহায়তায় পুষ্পের মৃতদেহ নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এসআই শামীম হোসেন জানান, পুষ্পর মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত