Ajker Patrika

নাটোরে বিএনপির ৩৭ নেতা-কর্মী আটক

নাটোর প্রতিনিধি
নাটোরে বিএনপির ৩৭ নেতা-কর্মী আটক

নাটোরের ছয়টি উপজেলা থেকে বিএনপির ৩৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এদের মধ্যে নাটোর সদরে ৩ জন, লালপুরে ১২ জন, বড়াইগ্রামে ৬ জন, বাগাতিপাড়া ৪ জন, গুরুদাসপুরে ৩ জন, সিংড়ায় ৫ জন এবং নলডাঙ্গা উপজেলার ৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লালপুর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। 

সিংড়া উপজেলা থেকে সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাবুলসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গুরুদাসপুর উপজেলায় ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বড়াইগ্রাম উপজেলা থেকে থেকে বিএনপির ৬ নেতা-কর্মী, বাগাতিপাড়া উপজেলা থেকে ৪ জন ও নাটোর সদর উপজেলা থেকে ৩ জন এবং নলডাঙ্গা উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার নাটোরের ৭ উপজেলাতেই শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত