প্রতিনিধি
নেত্রকোনা: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আগাম বন্যার আশঙ্কায় নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। গরম হাওয়া ও শিলাবৃষ্টির পরও হয়েছে ধানের বাম্পার ফলন। তবে বৈরী আবহাওয়া হতে পারে এমন বার্তা পেয়েই জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে হাওড়াঞ্চল অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু করে দিয়েছে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া ফসল কাটা এবং ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণিরা পার করছেন ব্যস্ত সময়।
নেত্রকোণার মদন ও খালিয়াজুরীর হাওড়াঞ্চলের কৃষকদের ধান কাটা ইতোমধ্যে পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে হাওড়াঞ্চল ৭০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হাওড়াঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আর ১০ দিনের মতো সময় পেলে বাকি ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।
এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।
জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান জানান, মহামারী করোনা সংকটকালে হাওড়াঞ্চলের কৃষকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন, তার জন্য হাওর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শ্রমিক সংকট দূর করতে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, হাওড়াঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালভাবেই ঘরে তুলতে পারবেন।
নেত্রকোনা: অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আগাম বন্যার আশঙ্কায় নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। গরম হাওয়া ও শিলাবৃষ্টির পরও হয়েছে ধানের বাম্পার ফলন। তবে বৈরী আবহাওয়া হতে পারে এমন বার্তা পেয়েই জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে হাওড়াঞ্চল অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু করে দিয়েছে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া ফসল কাটা এবং ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণিরা পার করছেন ব্যস্ত সময়।
নেত্রকোণার মদন ও খালিয়াজুরীর হাওড়াঞ্চলের কৃষকদের ধান কাটা ইতোমধ্যে পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে হাওড়াঞ্চল ৭০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হাওড়াঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আর ১০ দিনের মতো সময় পেলে বাকি ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।
এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।
জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান জানান, মহামারী করোনা সংকটকালে হাওড়াঞ্চলের কৃষকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন, তার জন্য হাওর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শ্রমিক সংকট দূর করতে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, হাওড়াঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালভাবেই ঘরে তুলতে পারবেন।
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৪ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৪ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৭ ঘণ্টা আগে