প্রতিনিধি, দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘণ্টা পর মারা যান ওই গৃহবধূ।
মৃত জোসনা আক্তার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার (৩০) স্ত্রী এবং এই দম্পতির দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, `আমার বোনকে মারপিট না করার জন্য স্বামী আনিস মিয়া ও তার পরিবারের লোকজনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি। তার পরও টাকাপয়সাসহ বিভিন্ন অজুহাতে আমার বোনকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার জোসনা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ওষুধ আনার কথা বলে। কিন্তু ওষুধ না এনে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওষুধের পরিবর্তে ঘরের ভেতর বিষ রাখা আছে খেয়ে মরে যেতে বলে। স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে ওই দিন রাত ১০টার দিকে আমার বোন বিষপান করে।'
মোমিন মিয়া বলেন, `বিষপানের বিষয়টি আনিস মিয়া আমার ফুপাতো ভাই লাল মিয়াকে জানালে তিনি আমার বোনকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বেো ৩টার দিকে আমার বোন মারা যায়।'
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ মর্গের পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আনিস মিয়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘণ্টা পর মারা যান ওই গৃহবধূ।
মৃত জোসনা আক্তার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার (৩০) স্ত্রী এবং এই দম্পতির দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, `আমার বোনকে মারপিট না করার জন্য স্বামী আনিস মিয়া ও তার পরিবারের লোকজনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি। তার পরও টাকাপয়সাসহ বিভিন্ন অজুহাতে আমার বোনকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার জোসনা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ওষুধ আনার কথা বলে। কিন্তু ওষুধ না এনে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওষুধের পরিবর্তে ঘরের ভেতর বিষ রাখা আছে খেয়ে মরে যেতে বলে। স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে ওই দিন রাত ১০টার দিকে আমার বোন বিষপান করে।'
মোমিন মিয়া বলেন, `বিষপানের বিষয়টি আনিস মিয়া আমার ফুপাতো ভাই লাল মিয়াকে জানালে তিনি আমার বোনকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বেো ৩টার দিকে আমার বোন মারা যায়।'
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ মর্গের পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আনিস মিয়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১১ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
১৮ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
২৪ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৩০ মিনিট আগে