Ajker Patrika

কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৭: ০৬
কুষ্টিয়ার খোকসায় বিয়ে বাড়ি। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ার খোকসায় বিয়ে বাড়ি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকের দাবি, টাকাসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে চলে যায়।

বিধান রায়ের ভাষ্যমতে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১ দশমিক ৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আত্মীয়স্বজনের স্বর্ণালংকার, টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানার পুলিশ সজাগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত