Ajker Patrika

চিতলমারীতে সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 
চিতলমারীতে নুর ইসলাম শেখ নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ছবি: আজকের পত্রিকা
চিতলমারীতে নুর ইসলাম শেখ নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের চিতলমারীতে নুর ইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত নুর ইসলাম শেখ চর চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের ছেলে এবং স্থানীয় বাজারের সিমেন্ট ব্যবসায়ী। আহত অবস্থায় তাঁকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে মোস্তফা ফকির ও ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নুরইসলামকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

আহতের খোঁজ নিতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির স্থানীয় নেতারা। চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের এক কর্মীকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শর্মী রায় বলেন, ‘আহত অবস্থায় রাতে নুরইসলাম শেখকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন রোববার দুপুরে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আহতের খোঁজ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত