Ajker Patrika

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 
আলী আহম্মেদ। ছবি: সংগৃহীত
আলী আহম্মেদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।

জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।

মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত