উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিহতদের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও তাঁরা দেননি। এখন প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রথমে চারজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা; উদ্বেগ জানায় মানবাধিকারকর্মীরা।
এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
‘যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘অনেক সাংবাদিক জীবন বাজি রেখে গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই। এর ফলে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’
গোপালগঞ্জের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে দায়টা আসলে কার। তারা পুরো বিষয় সবার সামনে তুলে ধরবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলত এটি পরিদর্শন করা হয়েছে। যারা বিদেশে যাওয়া-আসা করে, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না—এসব দেখার জন্য আজকে পরিদর্শনে এসেছি।’
তিনি বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এটির কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।
‘তৃতীয় টার্মিনালের কর্মক্ষমতা অনেক বেশি। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রমুখ।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিহতদের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও তাঁরা দেননি। এখন প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রথমে চারজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা; উদ্বেগ জানায় মানবাধিকারকর্মীরা।
এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
‘যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘অনেক সাংবাদিক জীবন বাজি রেখে গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই। এর ফলে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’
গোপালগঞ্জের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে দায়টা আসলে কার। তারা পুরো বিষয় সবার সামনে তুলে ধরবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলত এটি পরিদর্শন করা হয়েছে। যারা বিদেশে যাওয়া-আসা করে, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না—এসব দেখার জন্য আজকে পরিদর্শনে এসেছি।’
তিনি বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এটির কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।
‘তৃতীয় টার্মিনালের কর্মক্ষমতা অনেক বেশি। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রমুখ।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৩ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৩ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৩ ঘণ্টা আগে