Ajker Patrika

সরকার জনগণের রায়কে ভয় পাচ্ছে: আনু মুহাম্মদ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার জনগণের রায়কে ভয় পাচ্ছে: আনু মুহাম্মদ  

বর্তমান সরকারের মেয়াদ ২০১৩ সালে শেষ হয়েছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেছেন, ‘সরকার একটা সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হতে পারছে না, চাচ্ছে না। জনগণের রায়কে তারা ভয় পাচ্ছেন।’

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংহতি সমাবেশে আনু মুহাম্মদ এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে আনু মুহাম্মদ বলেন, ‘একটা মেরুদণ্ডহীন, অনুগত নির্বাচন কমিশন দিয়ে আপনারা তফসিল ঘোষণা করলেন এতে তো আপনাদের সাহস, শক্তির পরিচয় পাওয়া যায়নি। এতে প্রমাণিত হচ্ছে আপনারা খুবই ভীত-সন্ত্রস্ত। একটা সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হতে পারছেন না আপনারা, চাচ্ছেন না। জনগণের রায়কে আপনারা ভয় পাচ্ছেন।’

বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় মন্তব্য করে আনু মুহাম্মদ বলেন, ‘এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল ২০০৮ সালে। সেই নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ২০১৪ ও ১৮ সালে সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনি। সেই হিসেবে এই সরকারের মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালে। এই সরকার মেয়াদ উত্তীর্ণ সরকার।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘জনগণ সুখে আছে এটা যদি আপনারা সত্যিই বিশ্বাস করেন তাহলে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা দেন। জনগণ যেহেতু আপনাদের পছন্দ করে তাহলে তো আপনারাই নির্বাচিত হবেন। একটা সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হলে তো কোনো অসুবিধা নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘দেশে যত নির্বাচন হয় এতে তিনটা বিষয় থাকে। টাকার খেলা, পেশিশক্তির খেলা। এই দুটি ব্যর্থ হলে প্রশাসন দিয়ে ভোটের ফল পালটে দেওয়া। ১৪ সালেও দেখেছি, ১৮ সালেও দেখেছি। এইবার ১৪, ১৮ এর পুনরাবৃত্তি করবে না। কোটি কোটি টাকা নিয়ে বলবে ভোটার তুমি ভোট দাও, দিতে আসলেও টাকা দেব, দিয়ে গেলে আবার টাকা দেব।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, এই সরকার জনগণকে তোয়াক্কা করে না। শ্রমিক-কৃষক, মেহনতি মানুষের সংবিধান, রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করতে আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, শুধু বাতিল, বর্জন নয়। এই একতরফা নির্বাচনকে প্রতিহত করতে হবে।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রী ১৫ বছর ক্ষমতায় থেকে আবারও ক্ষমতায় থাকতে চান। তাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আর কত বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ ব্যাংকে চুরি হবে না, শ্রমিকেরা রাস্তায় গুলি খেয়ে মরবে না, মানুষ ভোট দিতে পারবে, পুলিশ সাধারণের ওপর লাঠি ঘুরাবে না।

সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ বলেন, এই সরকারের অধীনে বাম গণতান্ত্রিক জোট ও দেশের বামপন্থীরা নির্বাচনে যাবে না। একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আগামীতে তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত