Ajker Patrika

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০: ৫৯
রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত
রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান রিকশা চালাতেন। গত ১৬ জুলাই সকালে রিকশা নিয়ে বের হন। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের সময় গুলিতে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত