Ajker Patrika

শ্রীপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে অটোরিকশার চাপায় শিশু নিহত

শ্রীপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে অটোরিকশার চাপায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের পল্লি বিদ্যুৎ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ছাত্রী মাহিয়া আক্তার (৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তর বাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। 

সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন এর প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। শিশু শিক্ষার্থীর বাবা শ্রীপুর উপজেলার জনৈক পানু মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। 

শিশু শিক্ষার্থীর বড়ভাই হৃদয় মিয়া বলেন, সকাল ৮টার একটু আগে মাহিয়া পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। একটু সামনে গিয়ে মাওনা গফরগাঁও আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা মাহিয়ার ওপরে উঠে যায়। এরপর গুরুতর আহত মাহিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন মাস্টার, ‘দুর্ঘটনার পরপরই অটোরিকশা আটক করা গেলেও চালক কৌশলে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আর চারজন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী বেশি আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় বলতে পারব না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে পুলিশে দিয়েছে। নিহত শিশুর পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত