Ajker Patrika

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির

গোপালগঞ্জ সংবাদদাতা
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১: ২৭
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

আজ রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলা ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, এই মামলা পর্যালোচনা করে দেখা যায়, ‘কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালক, দিনমজুকে ধরে নিয়ে এসে আসামি করে জেলহাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা-পুলিশ। আমরা এই নিরীহ মানুষদের গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। আর যদি একজন নিরীহ মানুষকে হয়রানি বা গ্রেপ্তার করা হয়, তাহলে আমরা উপজেলার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাব।’

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এই মামলায় কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষও ঘরে ঘুমাতে পারে না। কোটালীপাড়ার মানুষ এটাকে গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে।

আবুল বাশার হাওলাদার আরও বলেন, এই মামলার সঙ্গে কোটালীপাড়া উপজেলা বিএনপি বা এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নন।

কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, এই মামলায় অনেক সাধারণ আমজনতাকে আসামি করা হয়েছে, যাঁরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। অন্যদিক অনেক পথচারী ও শ্রমজীবী মানুষকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের যোগদানে বাধা সৃষ্টির জন্য গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার অবদার হাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত