Ajker Patrika

কালীগঞ্জের নয়াবাজার এখন পুরোনো আসবাবের প্রাণকেন্দ্র

মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর) 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নয়াবাজার এখন জমজমাট পুরোনো কাঠের আসবাবপত্রে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নয়াবাজার এখন জমজমাট পুরোনো কাঠের আসবাবপত্রে। ছবি: আজকের পত্রিকা

একসময় যেখানে সাপ্তাহিক কাঁচাবাজার বসত, সেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নয়াবাজার এখন জমজমাট পুরোনো কাঠের আসবাবপত্রের বাজারে রূপ নিয়েছে। দরজা, জানালা, খাট, চৌকাঠ, এমনকি পুরোনো টিন পর্যন্ত মিলছে এখানে। প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেনে এই বাজার হয়ে উঠেছে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র।

একটা সময় ছিল, যখন প্রতি রোববার স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে বসতেন। সময়ের সাথে সাথে সেই দৃশ্যপট বদলেছে। এখন সপ্তাহে সাত দিনই খোলা থাকে নয়াবাজার। বড় বড় দোকানপাটের ভিড়ে বাজারের চরিত্র বদলালেও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর স্থান হিসেবে এর গুরুত্ব কমেনি। বরং, পুরোনো আসবাবপত্রের বাজার গড়ে ওঠায় এর পরিধি ও পরিচিতি দুই-ই বেড়েছে বহুগুণ।

ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নয়াবাজারে গড়ে উঠেছে ৫০টিরও বেশি পুরোনো আসবাবপত্রের দোকান। এখানে কী নেই! পুরোনো দরজা, জানালা, চৌকাঠ, জানালার গ্রিল, চেয়ার, টেবিল, সিমেন্টের পাল্লা, এমনকি পুরোনো টিন পর্যন্ত পাওয়া যায়। মূলত নতুন পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় পুরোনো জিনিসের দিকে ঝুঁকছেন অনেকেই। আর এই চাহিদাকেই পুঁজি করে ব্যবসায়ীরা গড়ে তুলেছেন তাঁদের এই বিশাল আয়োজন। শুধু গাজীপুর জেলাই নয়, আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও ক্রেতারা আসছেন এখানে, কম দামে ভালো মানের আসবাবপত্র খুঁজে নিতে।

এই বাজারের একজন পথিকৃৎ ব্যবসায়ী মেজবাহ উদ্দীন। তাঁর হাত ধরেই এখানকার পুরোনো আসবাবের ব্যবসার গোড়াপত্তন। তিনি বলেন, ‘আমিই এই বাজারের সবচেয়ে পুরোনো আসবাব ব্যবসায়ী। প্রথমে শুধু দরজা দিয়ে শুরু করেছিলাম। ক্রেতাদের বিশ্বাস ও সন্তুষ্টি অর্জন করার পর ব্যবসার পরিধি বাড়ানোর প্রয়োজন অনুভব করি। এখন আমার দোকানের পাশাপাশি গ্রাহকের সংখ্যাও দিনে দিনে বাড়ছে।’ তার এই সাফল্যের গল্প বাজারের অন্য ব্যবসায়ীদের জন্যও অনুপ্রেরণা।

ব্যবসায়ী মাহতাব দেওয়ান বলেন, ‘শুরুতে অনেকে বলত, এসব কে কিনবে? কিন্তু এখন নতুন পণ্যের চড়া দামের কারণে মানুষ পুরোনো জিনিসেই ভরসা রাখছে। ভালো মান আর কম দাম—এটাই আমাদের মূল আকর্ষণ।’

নরসিংদীর পলাশ থেকে আসা ৭০ বছরের হাসমত আলী বলেন, ‘ছেলেরা ঘর তুলে দিয়েছে, কিন্তু আসবাব কেনার সামর্থ্য ছিল না। এখানে এসে ভালো দরজা-জানালা কিনতে পারলাম কম দামে।’

ক্রেতা শামসুল ইসলাম বলেন, ‘পুরোনো দরজা-জানালার সঙ্গে সঙ্গে একটি নতুন ডাইনিং টেবিলও কিনেছি। এত কম দামে ঘর সাজাতে পারব, ভাবিনি।’

পুরোনোর পাশাপাশি নতুনের চাহিদাও রয়েছে। বাজারে এখন আধুনিক যন্ত্রপাতি সংবলিত নতুন ফার্নিচারের দোকানও গড়ে উঠছে। এসব দোকানে ক্রেতার চাহিদা অনুযায়ী ডিজাইন করে আসবাব তৈরি করা হয়। এতে কাঠশিল্পের সঙ্গে জড়িত কারিগর ও ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের নয়াবাজার এখন শুধু একটি হাট নয়, এটি সাশ্রয়ী দামে গৃহসজ্জার স্বপ্নপূরণের ঠিকানা। প্রতিদিনের কর্মচাঞ্চল্য আর ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায় মুখর এই বাজার যেন বলে দেয়—পুরোনো মানেই ফেলনা নয় বরং পুরোনোতেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার বীজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত