Ajker Patrika

‘আমার প্রশ্ন হলো এই নির্বাচন কমিশন কে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৩৬
‘আমার প্রশ্ন হলো এই নির্বাচন কমিশন কে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘নির্বাচন কমিশন একটা দালাল গোষ্ঠী। বিদেশিদের পা চেটে এরা সরকারকে টিকিয়ে রাখতে চায়। এই সরকারকেই যখন আমরা মানি না, তখন ইসিকে মানব কেন?’ আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিলে এই মন্তব্য করেন তিনি। 

বুধবার সকালে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে। এই রোডম্যাপের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আমার প্রশ্ন হলো, এই নির্বাচন কমিশন কে? কোত্থেকে এসেছে? অবৈধ, রাতের অবৈধ, নিশিরাতের ভোট নেওয়া সরকার যাকে নিয়োগ করে, সে কি বৈধ নির্বাচন কমিশন? এই অবৈধ নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরে বা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। বাপের তালুকদারি পাইছে আরকি! তারা বলল আর হয়ে গেল! আর আমরা বসে আঙুল চুষব?’   

এই অবৈধ সরকারের অধীনে বিএনপি ও দেশের জনগণ কোনো নির্বাচন মানে না বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ইসি, সরকার যেকোনো চেষ্টা করলে সেটাকে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। 

যত নির্বাচন কমিশন এসেছিল, এখন পর্যন্ত কোনোটাই ভালো না এবং তারা কেউ গণতন্ত্র চায় না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই নির্বাচন কমিশনার নাকি গণতন্ত্র চায়। এই লোক ভাবতে পারছেন না, বিশ্বের বুকে তাঁর নিজের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকত, যদি উনি বলতেন, আমি নিরপেক্ষ সরকার ছাড়া সঠিকভাবে নির্বাচন করতে না পারলে আমি নির্বাচন করব না। উনি যদি পদত্যাগ করতেন, তাহলে ওনার নাম ইতিহাসে লেখা থাকত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত