গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়। রোববার সকাল ৬টা পর্যন্ত থাকবে এ কারফিউ।
গোপালগঞ্জে গত বুধবার এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালান। পরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। দিনভর সংঘর্ষে পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
স্বাভাবিক হচ্ছে জীবন
সংঘর্ষের পর থেকেই থমথমে গোপালগঞ্জের পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। শহরে টহল চলছে। তবে সংঘর্ষের পর আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটনায় খুব ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শহরবাসীর মধ্যে আতঙ্ক কাটতে শুরু করেছে। তবে এখনো বাইরে জনসমাগম অনেক কম।
রিকশাচালক রহমত আলী কারফিউ শিথিল হওয়ায় তিন দিন পর শনিবার সকালে রিকশা নিয়ে বেরিয়েছিলেন। তিনি বলেন, ‘বাড়িতে চাল-ডাল নেই। ছেলেমেয়েদের জন্য বাজার করা দরকার। তাই বাইরে বেরিয়েছি। কিন্তু রাস্তায় লোকজন না থাকায় রোজগার হচ্ছে না।’
জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে রিকশা-ইজিবাইক চলাচল বেড়েছে। সকালে কিছু কিছু দোকান খুলেছে। কাঁচাবাজারেও বেড়েছে বিকিকিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লোকজনের আনাগোনাও। তবে এখনো প্রাণচাঞ্চল্য ফেরেনি।
চার মামলায় আসামি ৩ হাজার
সহিংসতার ঘটনায় সদর থানায় সর্বশেষ মামলাটিও হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ জনকে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় ৫৭৫ জন, কাশিয়ানী থানায় ৩৭০ জন এবং কোটালীপাড়া থানায় ১ হাজার ৬০০ জনকে আসামি করে তিনটি মামলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে, অভিযান চালিয়ে এসব মামলায় নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন ২৯৩ জন। এর মধ্যে সদর থানায় ৯৯, কাশিয়ানী থানায় ৫৭, মুকসুদপুর থানায় ৮৮, টুঙ্গিপাড়ায় ২৭ এবং কোটালীপাড়া থানায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামিম আল মামুন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন। এ নিয়ে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা হলো।
কারফিউ বাড়ল ১০ ঘণ্টা
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বাড়িয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ জারি করা এক সরকারি আদেশে বলেন, ‘শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’
এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে জেলা প্রশাসন শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জে কারফিউ শিথিল করেছিল। স্থানীয় প্রশাসন বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়। রোববার সকাল ৬টা পর্যন্ত থাকবে এ কারফিউ।
গোপালগঞ্জে গত বুধবার এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালান। পরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। দিনভর সংঘর্ষে পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
স্বাভাবিক হচ্ছে জীবন
সংঘর্ষের পর থেকেই থমথমে গোপালগঞ্জের পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। শহরে টহল চলছে। তবে সংঘর্ষের পর আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটনায় খুব ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শহরবাসীর মধ্যে আতঙ্ক কাটতে শুরু করেছে। তবে এখনো বাইরে জনসমাগম অনেক কম।
রিকশাচালক রহমত আলী কারফিউ শিথিল হওয়ায় তিন দিন পর শনিবার সকালে রিকশা নিয়ে বেরিয়েছিলেন। তিনি বলেন, ‘বাড়িতে চাল-ডাল নেই। ছেলেমেয়েদের জন্য বাজার করা দরকার। তাই বাইরে বেরিয়েছি। কিন্তু রাস্তায় লোকজন না থাকায় রোজগার হচ্ছে না।’
জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে রিকশা-ইজিবাইক চলাচল বেড়েছে। সকালে কিছু কিছু দোকান খুলেছে। কাঁচাবাজারেও বেড়েছে বিকিকিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লোকজনের আনাগোনাও। তবে এখনো প্রাণচাঞ্চল্য ফেরেনি।
চার মামলায় আসামি ৩ হাজার
সহিংসতার ঘটনায় সদর থানায় সর্বশেষ মামলাটিও হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩৫০ জনকে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় ৫৭৫ জন, কাশিয়ানী থানায় ৩৭০ জন এবং কোটালীপাড়া থানায় ১ হাজার ৬০০ জনকে আসামি করে তিনটি মামলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে, অভিযান চালিয়ে এসব মামলায় নতুন করে আরও ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন ২৯৩ জন। এর মধ্যে সদর থানায় ৯৯, কাশিয়ানী থানায় ৫৭, মুকসুদপুর থানায় ৮৮, টুঙ্গিপাড়ায় ২৭ এবং কোটালীপাড়া থানায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামিম আল মামুন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন। এ নিয়ে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা হলো।
কারফিউ বাড়ল ১০ ঘণ্টা
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বাড়িয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ জারি করা এক সরকারি আদেশে বলেন, ‘শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’
এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে জেলা প্রশাসন শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জে কারফিউ শিথিল করেছিল। স্থানীয় প্রশাসন বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উপজেলর আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টুর বাড়ির অদুরে তার মালিকাধীন কমিউনিটি সেন্টারে আজ রোববার বানারীপাড়া এবং সোমবার উজিরপুরের সম্মেলন হবে।
২ ঘণ্টা আগেপুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
২ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
২ ঘণ্টা আগে