Ajker Patrika

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূনকে স্মরণ নুহাশপল্লীতে

গাজীপুর প্রতিনিধি
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৯ জুলাই)। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে তাঁকে স্মরণ করলেন। লেখকের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বান জানালেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।

গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকায় বাগানবাড়ি নুহাশপল্লীর লিচুতলায় সকালে হুমায়ূনের স্ত্রী শাওন এবং দুই ছেলে নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে লেখকের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। সেখানে মরহুমের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় কোরআনখানি ও দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে স্থানীয় এতিমখানার ছাত্র ও নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হুমায়ুনের স্বজন, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন লেখকের কবরের পাশে। তাঁর প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রুপা সেজে আসেন কয়েকজন ভক্ত ও পাঠক। তাঁরা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ‘একজন লেখক তাঁর সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকেন। হুমায়ূন আহমেদ বাঙালি পাঠকসমাজকে নির্মল আনন্দ দিয়েছেন। বাংলা ভাষা যত দিন থাকবে, তত দিন হুমায়ূন আহমেদ পঠিত হবেন। পাঠকের হৃদয়ে তিনি থেকে যাবেন।’

কবর জিয়ারত শেষ শাওন সাংবাদিকদের কাছে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁদের দুই সন্তান অকালে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এই কষ্ট তাঁকে ভীষণভাবে তাড়িত করে।

হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবি: আজকের পত্রিকা
হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবি: আজকের পত্রিকা

শাওন জানান, হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। হুমায়ূন পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পেঙ্গুইন প্রকাশনীর সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালে ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত