Ajker Patrika

প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০: ২৬
প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর প্রেসক্লাবের বিপরীত পাশে রাস্তায় বাসের ধাক্কায় মেঘনা (২০) নামে এক নারী মারা গেছেন। 

আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে প্রেসক্লাবের বিপরীত পাশে মেট্রো লাউঞ্জ খাবার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ওই নারীর স্বামী পরিচয়দানকারী মো. নাঈম নামে এক যুবক জানান, মেঘনা তাঁর স্ত্রী। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রঙ্গপুর গ্রামে। বর্তমানে সচিবালয় ৩ নম্বর গেট এলাকার আশপাশে থাকেন। 

নাঈম আরও বলেন, ‘আমি ও আমার স্ত্রী ভাঙারি টোকাই। বিকেলে জানতে পারি, প্রেসক্লাবের বিপরীত পাশে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ‘প্রেসক্লাবের বিপরীত পাশে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত