Ajker Patrika

শ্রীপুরে আগুনে পুড়ল আ.লীগ নেতার বাড়ি

আপডেট : ২৪ মে ২০২২, ১৭: ৩৪
শ্রীপুরে আগুনে পুড়ল আ.লীগ নেতার বাড়ি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর তিনটি মাটির ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা মো. ফজলুল হক টেপিরবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 

ফজলুল হক বলেন, ‘সকালে হঠাৎ করে বাড়িতে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমার বাড়ির তিনটি ঘরের সব মালামাল ও ঘরের ভেতরে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে  আগুন নিয়ন্ত্রণে আনে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মাটির ঘরে থাকা সবকিছু পুরে ছাই হয়ে যায়। তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে ছুটে গিয়ে দেখি, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে বাড়িতে আগুনে সূত্রপাত হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয় পরে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত