Ajker Patrika

গোপালগঞ্জে কারফিউ, ১৪৪ ধারার আওতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৮: ৪২
এনসিপির পদযাত্রায় হামলার জেরে জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। রাস্তাঘাটে কমেছে জনসমাগম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল। ছবি: সরদার রনি
এনসিপির পদযাত্রায় হামলার জেরে জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। রাস্তাঘাটে কমেছে জনসমাগম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল। ছবি: সরদার রনি

গোপালগঞ্জে আবারও কারফিউ এবং ১৪৪ ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এর আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।

আজ শনিবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা আছে, আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আর আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে।

এর আগে, কারফিউ জারির কারণে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলার এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে সেদিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এরপর শুক্রবার বিকেলে কারফিউর মেয়াদ আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর কথা এবং শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত