Ajker Patrika

খাগড়াছড়িতে সোমবার এনসিপির পদযাত্রা ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ১০টার দিকে খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির নেতাদের।

দলের (দক্ষিণাঞ্চল) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা বলেন, ‘এই পদযাত্রা এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারকে স্মরণ করে অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি সদর ছাড়াও নয়টি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে যোগ দেবেন।’

মঞ্জিলা ঝুমা জানান, চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে দলের কেন্দ্রীয় সদস্যসচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম য়ারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান মাসুদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা রামগড় হয়ে ফেনীর উদ্দেশে রওনা হবেন।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘পদযাত্রা ও সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত