Ajker Patrika

গভীর রাতে যুবলীগ-ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬: ৪৬
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুটি পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুটি পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী স্টেশনে এই বিক্ষোভ করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জানা গেছে, রোববার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনে ৭ থেকে ৮টি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে দুই পাশে গাড়ি আটকে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের নেতা তৌহিদুল ইসলাম মিঠু।

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুটি পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুটি পয়েন্টে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

এর আগে শনিবার দিবাগত চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে চলে যান। বিক্ষোভে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।

এনামুল হক মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে মাঠে থাকার জানান দিচ্ছি। আমরা রাজপথে আছি, থাকব।’

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত