চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী স্টেশনে এই বিক্ষোভ করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, রোববার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনে ৭ থেকে ৮টি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে দুই পাশে গাড়ি আটকে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের নেতা তৌহিদুল ইসলাম মিঠু।
এর আগে শনিবার দিবাগত চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে চলে যান। বিক্ষোভে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।
এনামুল হক মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে মাঠে থাকার জানান দিচ্ছি। আমরা রাজপথে আছি, থাকব।’
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী স্টেশনে এই বিক্ষোভ করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, রোববার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশনে ৭ থেকে ৮টি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে দুই পাশে গাড়ি আটকে যায়। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের নেতা তৌহিদুল ইসলাম মিঠু।
এর আগে শনিবার দিবাগত চকরিয়া সরকারি কলেজের পূর্ব গেট সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দেন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে চলে যান। বিক্ষোভে নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু।
এনামুল হক মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে মাঠে থাকার জানান দিচ্ছি। আমরা রাজপথে আছি, থাকব।’
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা সড়কে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
২১ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...
২৮ মিনিট আগেগত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
৩৬ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
১ ঘণ্টা আগে