Ajker Patrika

পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে: সুপ্রদীপ চাকমা

বান্দরবান প্রতিনিধি
সুপ্রদীপ চাকমা। ফাইল ছবি
সুপ্রদীপ চাকমা। ফাইল ছবি

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে রয়েছে। তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।’

আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সরকারের কাছ থেকে যা বরাদ্দ প্রয়োজন, আমরা খুঁজে আনব। তবে গুণগত শিক্ষা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। পার্বত্য এলাকার শান্তিশৃঙ্খলা উন্নয়নে আর এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান সদরের ৪৮২ জন কৃষক ও নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত