Ajker Patrika

ছুটি শেষে সকালে কাজে যোগদান, রাতেই অগ্নিদগ্ধে মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৬: ৩০
ছুটি শেষে সকালে কাজে যোগদান, রাতেই অগ্নিদগ্ধে মৃত্যু 

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী মো. আলা উদ্দিন (৩৫) গতকাল শনিবার সকালে ছুটি শেষে কর্মস্থল যান। কাজে যোগদানের পর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঘটনাস্থলে গিয়ে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। 

নিহত আলা উদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সিবাড়ির আবদুর রশিদের ছেলে। তাঁর তাজ উদ্দিন তাহিম নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। 

নিহতের বড় ভাই জহির উদ্দিন বলেন, ‘মা-বাবা, ছয় ভাই ও চার বোন নিয়ে আমাদের সংসার। ভাইদের মধ্যে পঞ্চম ছিল আমার ভাই আলা উদ্দিন। ১৫ বছর আগে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করে সে। প্রথমে তাঁর কর্মস্থল ছিল ঢাকা। পরে ফেনী, চট্টগ্রামের আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সবশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিল।’

জহির উদ্দিন আরও বলেন, ‘গত সপ্তাহের প্রথম দিকে ছুটিতে বাড়িতে আসে আমার ভাই। প্রায় সাত দিনের ছুটি শেষে গতকাল সকালে বাড়ি থেকে গিয়ে চট্টগ্রামের কুমিরা স্টেশনে যোগদান করে। রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্টেশনের অপর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যায়। সেখানে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আমার ভাই।’ 

নিহতের বড় ভাই আরও বলেন, ‘আলা উদ্দিনের মরদেহ আনার বিষয়ে আগ্রাবাদ কন্ট্রোলরুমে যোগাযোগ করা হয়েছে। আমাদের জানানো হয়েছে, সব প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে পাঠানো হবে। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’ 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে আলা উদ্দিনকে হারিয়ে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গেছেন বাবা আবদুর রশিদ, মা মমতাজ বেগম ও স্ত্রী তাসলিমা সুলতানা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা।

এই সম্পর্কিত সর্বশেষ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত