Ajker Patrika

কক্সবাজারে গণমিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
ছৈয়দ নুর। ছবি: সংগৃহীত
ছৈয়দ নুর। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

আজ রোববার বিকেলে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার বিষোদগার, বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিলপূর্ব সমাবেশে অন্য নেতা-কর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন।

গণমিছিল শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছালে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।

এতে তিনি অবচেতন হয়ে পড়লে পাশে থাকা দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর হৃদরোগে আক্রান্ত হন। এতে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা ধারণা করছেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু ঘটেছে।

আগামীকাল সোমবার সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইকবাল বদরী গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত