Ajker Patrika

টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
আটক পাঁচ অপহরণকারী। ছবি: সংগৃহীত
আটক পাঁচ অপহরণকারী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডেমুশিয়া এলাকার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকার ‘সোনালী ব্যাংক ঢালা’ নামক স্থান থেকে পাভেল চাকমাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী। তিনি বাহারছড়া যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ হিসেবে পাভেলের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই পাভেলের পরিবার টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৯ জুলাই) রাতে বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে সৈকত পরিবহনের কাউন্টার এলাকা থেকে পাঁচ অপহরণকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ দুপুরে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভিকটিম পাভেল চাকমাও তাঁদের শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত