নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিএম কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেছে। আজ মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে উঠে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় অধ্যক্ষ পুরোনো ছাত্রাবাসটি সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন।
কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজসংলগ্ন সড়কে গিয়ে বসে পড়েন। তাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সদর রোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া গিয়ে আশ্বস্ত করার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গিয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থা নেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আরিফুর রহমান রাশেদ ও পরিসংখ্যান বিভাগের রিফাত চৌধুরী বলেন, ডিগ্রি ছাত্রাবাসটি বহু বছরের পুরোনো। এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। আগে কয়েকবার পলেস্তারা খসে পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাই তাঁরা নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানান। এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, নতুন ছাত্রাবাসের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। কেননা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি অনেক পুরোনো। তবে আপাতত ছাত্রাবাসটি সংস্কার করা যায় কিনা তা খতিয়ে দেখতে প্রকৌশলীরা ছাত্রাবাস পরিদর্শন করবেন।
বরিশাল বিএম কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেছে। আজ মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে উঠে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় অধ্যক্ষ পুরোনো ছাত্রাবাসটি সংস্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন।
কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজসংলগ্ন সড়কে গিয়ে বসে পড়েন। তাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সদর রোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া গিয়ে আশ্বস্ত করার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গিয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে অবস্থা নেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আরিফুর রহমান রাশেদ ও পরিসংখ্যান বিভাগের রিফাত চৌধুরী বলেন, ডিগ্রি ছাত্রাবাসটি বহু বছরের পুরোনো। এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। আগে কয়েকবার পলেস্তারা খসে পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাই তাঁরা নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানান। এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, নতুন ছাত্রাবাসের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। কেননা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি অনেক পুরোনো। তবে আপাতত ছাত্রাবাসটি সংস্কার করা যায় কিনা তা খতিয়ে দেখতে প্রকৌশলীরা ছাত্রাবাস পরিদর্শন করবেন।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৭ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২৫ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
৩২ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩৮ মিনিট আগে