Ajker Patrika

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: মেয়র খোকন 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: মেয়র খোকন 

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হচ্ছে। এসব মোকাবিলা করেই আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনার জন্মদিনের সেরা উপহার হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা।’ 

মেয়র আরও বলেন, ‘দেশের মানুষের অভিভাবক শেখ হাসিনা। মেয়র হিসেবে তাঁর পক্ষে কেবলমাত্র নগরবাসীর সেবা করতে এসেছি। বরিশাল নানা সমস্যায় জর্জরিত। এটা আমার কাছে লজ্জার। আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর নতুন বরিশাল গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ব।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মেয়র খোকন এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের দক্ষিণ সদর রোডে আবুল খায়েরের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। 

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমের সভাপতিত্বে ও লস্কর নুরুল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা রেজাউল হক হারুন, আনিচ উদ্দিন শহিদ, কে বি এস আহম্মেদ কবির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত