নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে তাদের ফ্লাইট পরিচালনা করবে।
করোনা মহামারির জন্য অভ্যন্তরীণ রুটে ১৬ দিন বন্ধ থাকার পর প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সিলেটে দুইটি, যশোরে দুইটি, সৈয়দপুরে দুইটি ও বরিশালে একটি ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ১০টা, দুপুর ২টা ১৫ মিনিট ও বিকাল ৫টা ২০মিনিটে ছেড়ে যাবে এয়ারক্রাফটগুলো। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১১টা ২৫ মিনিট, দুপুর ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৮ টা, সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০মিনিটে।
ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১০টা ১৫ মিনিট ও বিকাল ৫টা ১৫মিনিটে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১১টা ৪৫ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ও বিকাল ৫টা ৩০মিনিটে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ৩৫ মিনিটে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ের জন্য ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ মোট ৩ হাজার ৪৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬ হাজার ৮৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর ও বরিশালে ন্যূনতম ভাড়া ওয়ান ওয়ের জন্য ৩ হাজার ৩৯৯টাকা আর রিটার্ন ভাড়া ৬ হাজার ৬৯৮ টাকা।
ইউ্এস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করার জন্য যে কোনো তথ্যের প্রয়োজনে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে তাদের ফ্লাইট পরিচালনা করবে।
করোনা মহামারির জন্য অভ্যন্তরীণ রুটে ১৬ দিন বন্ধ থাকার পর প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সিলেটে দুইটি, যশোরে দুইটি, সৈয়দপুরে দুইটি ও বরিশালে একটি ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো পরিচালনা করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ১০টা, দুপুর ২টা ১৫ মিনিট ও বিকাল ৫টা ২০মিনিটে ছেড়ে যাবে এয়ারক্রাফটগুলো। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১১টা ২৫ মিনিট, দুপুর ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৮ টা, সন্ধ্যা ৭টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০মিনিটে।
ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১০টা ১৫ মিনিট ও বিকাল ৫টা ১৫মিনিটে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১১টা ৪৫ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ও বিকাল ৫টা ৩০মিনিটে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।
ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ৩৫ মিনিটে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ের জন্য ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ মোট ৩ হাজার ৪৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬ হাজার ৮৯৮ টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর ও বরিশালে ন্যূনতম ভাড়া ওয়ান ওয়ের জন্য ৩ হাজার ৩৯৯টাকা আর রিটার্ন ভাড়া ৬ হাজার ৬৯৮ টাকা।
ইউ্এস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করার জন্য যে কোনো তথ্যের প্রয়োজনে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। উপজেলর আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টুর বাড়ির অদুরে তার মালিকাধীন কমিউনিটি সেন্টারে আজ রোববার বানারীপাড়া এবং সোমবার উজিরপুরের সম্মেলন হবে।
৩৯ মিনিট আগেপুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি...
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং...
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের বা আমার কোনো আপস নেই। জামায়াত যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কারণ, আমি মুক্তিযোদ্ধা, আমি একাত্তরে মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা।’
১ ঘণ্টা আগে